Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

“পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের অধিকার রয়েছে ভারতের”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে ১৬ জুন। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে না-নামার অধিকার ভারতের রয়েছে বলেই মনে করেন শোয়েব আখতার। 

প্রাক্তন পাক পেসারের কথায়, ভারতে যে জঙ্গি হামলা হয়েছে, ভারত যে আক্রান্ত এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। আমরা কড়া ভাষায় এই প্রাণহানির নিন্দা করছি। এই পরিস্থিতিতে ভারতের পাক ম্যাচ বয়কট করার সম্পূর্ণ অধিকার রয়েছে।

তবে, কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যে বিবৃতি দিয়েছেন, নির্দ্বিধায় তা সমর্থন করার কথাও বলেন। ইমরান পুলওয়ামায় পাকযোগ অস্বীকার করে, ভারতকে প্রমাণ দিতে বলেছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডে ৪৯ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

Bootstrap Image Preview