Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিহতদের নিয়ে ফেসবুকে মাশরাফির পোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


বুধবার রাত ১০টা ১০মিনিটে রাজধানীর চকবাজার এলাকায় নন্দকুমার দত্ত সড়কের শেষ মাথায় চুড়িহাট্টা মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। 

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাশরাফী তার ফেসবুক পাতায় শোক প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, ‌‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হতাহতদের জন্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জানি, তাদের পরিবারের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।’

উদ্ধার কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘ফায়ার সার্ভিস ও অন্য যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা অবশ্যই ধন্যবাদের আশায় কিছু করেননি, তবু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, মাশরাফির আগে রুবেল হোসেন, তামিম ইকবাল, মুমিনুল হক, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমানরা তাদের নিজ নিজ ফেসবুক পাতায় এ ঘটনার শোক প্রকাশ করেন।

Bootstrap Image Preview