Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৮ AM

bdmorning Image Preview


ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছেন কতৃপক্ষ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও নদী পারের অপেক্ষায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে কোনো যানবাহনকে সিরিয়ালে থাকতে দেখা যায়নি।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ রুটে বর্তমানে মোট ১৬টি ফেরি চলাচল করছে।

Bootstrap Image Preview