Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পায়ে হেঁটে বিমানে চড়লেও কফিন হয়ে হিথ্রোতে নামলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী লন্ডন প্রবাসী সালেহা।

বুধবার বিমানের বিজি-০০১ ফ্লাইটে চড়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক শেখ সালেহা উদ্দিন। ফ্লাইটির ককপিটে ছিলেন ক্যাপ্টেন ইসহাক, ক্যাপ্টেন হাসনাইন ও ক্যাপ্টেন জাকির।

বিমানের ফ্লাইট সার্ভিসের সূত্রে জানা যায়, বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালেহাকে বহনকারী বিমানের বোয়িং ৭৭৭-৩০০ এয়ারক্রাফটটি সরাসরি হিথ্রোর উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করে। এয়ারক্রাফটটি রাশিয়ার আকাশে প্রবেশের পর সালেহা অসুস্থতা অনুভব করেন। ক্রু'রা প্রয়োজনীয় সেবা দিতে শুরু করেন। এক পর্যায়ে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন মাস্ক পরানো হয়।

এ সময় যাত্রীদের মধ্যে থাকা একজন চিকিৎসক জানান, সালেহাকে বাঁচাতে হলে এক্ষুনি হাসপাতাল ভর্তি করানো প্রয়োজন। কারণ তার ব্লাড সুগার দ্রুত কমে যাচ্ছিল।

অবস্থার অবলতি দেখে ফ্লাইটের ক্যাপ্টেন আজারবাইজানের বাকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসি সঙ্গে যোগাযোগ করে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান এবং সেখানে অবতরণ করেন।

বাকু বিমানবন্দরে জরুরি চিকিৎসা কেন্দ্রে এক ঘণ্টার বেশি সময় চিকিৎসাসেবা দিয়ে তার শ্বাস-প্রশ্বাস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আজারবাইজানের আকাশেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিমানের লন্ডন স্টেশনের একজন কর্মকর্তা জানান, এয়ারক্রাফটটি বিকেল ৪টায় হিথ্রোতে অবতরণের কথা থাকলেও সালেহার মৃত্যুজনিত কারণে ৫ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রাত ৯টায় হিথ্রোর রানওয়ে স্পর্শ করে।

Bootstrap Image Preview