Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জে বাস-ট্রাকে পিষ্ট হয়ে নিহত ২, আহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview


প্রায়ই একই সময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড ও উথলী ইন্টারসেকশন মোড়ে বাস-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক ও ব্যবসায়ী নিহত হোয়েছেন ও অপর চার ব্যক্তি গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টেপড়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় রিকশাচালক রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রিকশাচালক। নিহত রিকশাচালক পাশ্ববর্তী মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র আফছার আলী (৫০)।

এ দিকে উথলী মোড়ে ঠিকানা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় রিকশা-ভ্যান চালকসহ চার যাত্রী রাস্তায় ছিটকে পড়ে এবং বাসের চাক্কায় পিষ্ট হয়। গুরুতর আহত হয়ে ১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত যাত্রী শিবালয়ের বোয়ালী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী দোয়াত আলী (৪৩)। দুর্ঘটনায় পতিত হয়ে নিহত উভয়ের মাথার মগজ ও অঙ্গ-প্রতঙ্গ ছিটকে যায়।

ভ্যান আরোহী বোয়ালী গ্রামের বাসিন্দা সদরউদ্দিন কলেজ নৈশ প্রহরী আজিম (৩৮), হারুণ (৪০) ও আমজাদ হোসেনকে (৪২) গুরুতর অবস্থায় ঢাকা ও মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা উথুলি হাসপাতালে চিকিৎসা  নেন।

শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও বাস-ট্রাক জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview