Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল ১০ টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরতে এ গনশুনানীর আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণশুনানিতে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন।

সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে অনুষ্ঠিত গনশুনানীতে অংশ নিবেন, একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা প্রার্থী ও ভুক্তভোগিরা।

এছাড়া সভাপতি মন্ডলির সদস্য হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ব্যারিষ্টার মঈনুল হক, সাকা ম আনিসুর রহমান খান,অধ্যাপক আবু সাঈদ খান,প্রফেসর দিলারা চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারি, অধ্যাপক ড. আসিফ নজরুল।

এর আগে ২৪ ফেব্রুয়ারী গণশুনানী করার কথা থাকলেও গত মঙ্গলবার বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের পর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তা দু’দিন এগিয়ে ২২ ফেব্রুয়ারি করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

Bootstrap Image Preview