Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ৯১০ ভারতীয় মূর্তি আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯১০টি ভারতীয় পিতলের মূর্তি ও ২০ বোতল ফেনসিডিল আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পৃথক দু’টি অভিযান চালিয়ে এসব আটক করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক মোঃ ইমাম হাসান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবি’র দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালান। এ সময় পাকা রাস্তার ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯১০টি ভারতীয় পিতলের মূর্তি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।

অপরদিকে, একই বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আওয়াল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য আট হাজার টাকা।

Bootstrap Image Preview