Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সরকারের নির্দেশে পার্শ্ববর্তী স্কুলে বদলি হচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিকটস্থ নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পারস্পরিক বদলির নির্দেশ দিয়েছে সরকার। বদলি করে বদলিকৃত শিক্ষকদের তালিকা ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্যে গতকাল এ-সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্য অর্জনে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত ও একীভূত শিক্ষা নিশ্চিতকরণে দৃঢ়প্রতিজ্ঞ।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলো শুধু আত্তীকরণকৃত শিক্ষকদের দিয়ে পাঠদান কার্যক্রম চলমান থাকায় ওই বিদ্যালয়গুলোর শিক্ষার মান কাক্সিক্ষত মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সংমিশ্রণ ঘটালে সারা দেশে প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত নির্দেশনাটি সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview