Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল সংস্থার সমন্বয়ে ক্র্যাশ প্রোগ্রাম হবে : ডিএমপি কমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


রাজধানীর কেমিক্যাল কারখানাগুলো সরানোর ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুরান ঢাকার আবাসিক এলাকায় অবৈধ কারখানা উচ্ছেদে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ক্র্যাশ প্রোগ্রামের ব্যবস্থা করা হবে।

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেমিক্যাল কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে র‌্যাব, পুলিশ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আছে। ভেজালবিরোধী অভিযানে নিয়মিত এগুলো ধরা পড়ে। এগুলোর বিরুদ্ধে মামলা হয়, জরিমানা করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব ব্যবসায়িরা চুরি করে সবার অন্তরালে এরকম কার্যক্রম করে।

ডিএমপি কমিশনার বলেন, যখনই এগুলো (কেমিক্যাল কারখানা) আমাদের নজরে আসে আমরা তখনই আইনি ব্যবস্থা নেই। কিছুদিন বন্ধ থাকে, তারপর আবারও তারা চুরি করে ব্যবসা শুরু করে। এটা বন্ধ করার জন্য চাই একটি সুদৃঢ় ও সমন্বিত উদ্যোগ।

একটি সিএনজি কারখানা থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং এসব সিএনজি গ্যাস আপনারা বন্ধ করার ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএজি গ্যাস ও দাহ্য পদার্থের কারখানা গোডাউনগুলো আমাদের বন্ধ করতে হলে দ্রুতই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশের তরফ থেকে আমরা উদ্যোগ নিবো।

তিনি আরও বলেন, এ সমস্যার ব্যাপারে বিস্ফোরক অধিদফতর রয়েছে, তারাও ব্যাবস্থা নিতে পারে। তাদের লাইসেন্স দেয়ার ব্যাপারে সিটি করপোরেশন কিছু দায়িত্ব রয়েছে। সকলের উদ্যোগে আমরা এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সরকার ইতিমধ্যে বলেছেন এই এলাকা থেকে বিভিন্ন পদার্থের যত কারখানা আছে সবকিছু তুলে দেওয়া হবে।

নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, একটা অনুসন্ধান কমিটি করা হবে। সিআরপি আদালতে মামলা হয়েছে। পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য দেশে-বিদেশে সরকারের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, আমাদের সবার যে ক্ষতি হবার তা হয়ে গেছে। ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকার এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

Bootstrap Image Preview