Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে দুই জুয়াড়ির কারাদণ্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর আত্রাইয়ে জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভঁরতেতুলিয়া গ্রামের বাহার প্রামানিকের ছেলে জুয়েল রানা (৪৩) ও উপজেলার খোলাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউনুছ আলী (২৮)।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এসআই প্রদীপ কুমার সরকার উপজেলার সদুপুর নদীর পাশে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দুই জনকে আটক করে। পরে তাদের বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

Bootstrap Image Preview