Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৫ হাজার আসনের বিপরীতে ৪ লক্ষ্য টিকেটের আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৮ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview


আগামী ১৬ জুন বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। তবে সাম্প্রতিক সময়ে ভারতের পুলওয়ামায়া সন্ত্রাস হামলার পর এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় দানা বেঁধেছে।

ভারত-পাকিস্তানর ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে নাই কেন। ভারতীয় সমর্থকরা সহ অেনেক প্রাক্তন ক্রিকেটারই এখনই পাকিস্তানের বিপক্ষে না খেলার আর্জি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় ও হরভজন সিং। তবে বিসিসিআই থেকে এই নিয়ে শুক্রবারের মধ্যে সিদ্বান্ত আসবে বলে জানা গেছে। তার আগে তেমন কিছুই আন্দাজ করা যাচ্ছে না।

এত কিছুর মধ্যেই বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি জানিয়েছেন যে, ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচকে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিশ্বকাপের ১০০দিন কাউন্টডাউন উপলক্ষ্যে লন্ডনে হাজির ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার ইএসপিএনক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন। এক চমকপ্রদ তথ্য দিলেন তিনি। এলওয়ার্থি বললেন, “ওল্ড ট্র্যাফোর্ডে ২৫ হাজার দর্শক বসতে পারে। অথচ টিকিটের জন্য চার লাখ আবেদন জমা পড়েছে। সংখ্যাই বলে দিচ্ছে এই ম্যাচ নিয়ে কোন পর্যায়ে উত্তেজনার পারদ চড়েছে। সংখ্যাটা শুধু স্থানীয় নয়, বিশ্বব্যপী।”

এরসঙ্গে এলওয়ার্থি এও বলছেন যে, সংখ্যার বিচারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য ২ লক্ষ ৩০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টিকিটের আবেদন জমা পড়েছে। বিশ্বকাপ ফাইনালের জন্য আবেদন করেছেন ২ লক্ষ ৭০ হাজার মানুষ। তিনি এও বলছেন যদি ভারত-পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলে তাহলে সংখ্যাটা কোথায় যাবে তা এখনই টের পাওয়া যাচ্ছে।

Bootstrap Image Preview