Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


বান্দরবানে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল পেশা শ্রেনীর মানুষ। এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি, আধা সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকার আশেপাশে। সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙ্গাানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। একুশের প্রভাতে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীও শিক্ষকরাও।

পরে শহীদ মিনার প্রাঙ্গনে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী। এছাড়া ও চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লিখাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। 

Bootstrap Image Preview