Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


 যথাযোগ্য মর্যদায় চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া আজ বৃহস্পতিবার সকাল ৮টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা চক্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভা ,সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, নির্বাচন অফিসার তাইজুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আঃ খালেক, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজু প্রমুখ। 

Bootstrap Image Preview