Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাজাহানপুর উপজেলা নির্বাচনে লড়বেন পিতা-পুত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview


বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন পিতা ও পুত্র। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে পিতা এবং ভাইস চেয়ারম্যান পদে পুত্র তাদের মনোনয়ন জমা দিয়েছেন। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে পিতা-পুত্র উভয়ের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে নেমেছেন উপজেলার চোপীনগর মোল্যা পাড়ার মৃত আলহাজ রমজান আলীর পুত্র ৬৮ বছর বয়সী আছির উদ্দিন মোল্যা। একই সাথে ভাইস চেয়ারম্যান পদের জন্য মাঠে নেমেছেন আছির উদ্দিন মোল্যার পুত্র বগুড়া আইন কলেজের প্রথম বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন মোল্যা (২৭)।

আছির উদ্দিন মোল্যা জানান, গত ৪০ বছর যাবৎ তিনি নির্বাচন করছেন। ১৯৭৭ সালে তিনি প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। কিন্তু তিনি থেমে থাকেননি। প্রতিবারই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সেদিক থেকে তিনি আটবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন। ২০০২ সালে শাজাহানপুর উপজেলা পরিষদ গঠন হওয়ার পর ইউনিয়ন পরিষদ ছেড়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে থাকেন। এবার তিনি তৃতীয়বারের মতো শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিচ্ছেন। এর আগে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুবার নেন। সব মিলিয়ে ১৯৭৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটবার এবং উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচবার মোট ১৩ বারের মতো নির্বাচন অংশ নিয়েছেন। 

অপরদিকে পিতার পদাঙ্ক অনুসরণ করে নির্বাচনী মাঠে নেমেছেন আছির উদ্দিন মোল্যার পুত্র সাদ্দাম হোসেন মোল্যা। আগামী ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন শুরু করার কথা থাকলেও পিতার পরামর্শ এবং পিতা-পুত্র মিলে উপজেলা পরিষদ দখলে নিয়ে জনগণের সেবা করার আকাঙ্ক্ষায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে জানান তিনি।

সাদ্দাম হোসেন মোল্যা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল। কিন্তু বাবার পরামর্শে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে নিতে যাচ্ছি। পিতা-পুত্র নির্বাচনে বিজয়ী হলে উপজেলাবাসীর ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Bootstrap Image Preview