Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিবগঞ্জে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ২

জিএম মিজান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জে দোকানে ভাংচুর ও ৩ লক্ষ্য টাকা চাঁদা দাবির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সকালে দোকানের মালিক বেলাল হোসেন বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে ৩ লক্ষ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ময়দানহাট্টা ইউনিয়নের কালাইহাট্টা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আঃ হান্নান (৩২) ও পার্শ্ববর্তী বাদেগাংনাই গ্রামের আঃ জলিল এর ছেলে মোঃ সেলিম (৩৫)।

থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার দাড়িদহ বাজারের আড়িয়ামন টেলিফোন ও বিকাশের ব্যবসায়ী মোঃ বেলাল হোসেনের দোকানে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়দানহাট্টা ইউনিয়নের কালাইহাট্টা গ্রামের হান্নান ও সেলিমসহ আরো বেশ কয়েকজন যুবক তার নিকট থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের টাকা দিতে অস্বীকার জানালে তার দোকানের গ্লাস ভাংচুর ও লুটপাট করে। 

পরে তিনি বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেলাল হোসেন বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে ৩ লক্ষ টাকার চাঁদা বাজির মামলা দায়ের করেন। পরে ওদিন রাতেই মামলার প্রধান আসামি হান্নান ও তার সহযোগি সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে গরু ছিনিয়ে নিয়ে জবাই করা, দোকান ভাংচুর ও ৩ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করি। 

Bootstrap Image Preview