Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের পরিবার পেল আর্থিক ক্ষতিপূরণ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview


কুমিল্লার চৌদ্দগ্রাম ইটভাটার ট্রাক উল্টে নিহত ১৩ জন শ্রমিক ও আহত ২ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন মালিকপক্ষ। 

বুধবার(২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ইট ভাটার মালিক কতৃপক্ষের দেয়া টাকা নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নিহত পরিবারের প্রত্যেককে ১ লাখ টাকা করে ১৩ লাখ  এবং আহত দুই পরিবারকে ৫০ হাজার টাক করে মোট ১ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। নিহত ও আহতরা সকলেই নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।   

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সহাকরী কমিশনার পূদম পুষ্প চাকমা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহরাব হোসেন, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজা-উদ দৌল্লাহ, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলী খান ও শিমুলবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি (শুক্রবার) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় ১৩ শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক। উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামক ইট ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত-আহত সব শ্রমিকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ট্রাকচালক ও হেলপারকে অভিযুক্ত করে একটি মামলা করেন নিহতদের স্বজনরা। 

 

Bootstrap Image Preview