Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গেইলের সর্বাধিক ছক্কার রেকর্ড ম্যাচে জয় বঞ্চিত ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৪ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৪ AM

bdmorning Image Preview


ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। বিশ্বকাপে আগে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছেন ওয়ানডেতে। লম্বা সময় পর দেশের ক্রিকেটে ফিরেই সব ধরনের ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নতুন রেকর্ড গড়লেন তিনি। তবে তার রেকর্ডের ম্যাচে জয় বঞ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ১২৯ বল থেকে ১৩৫ রানের ইনিংস খেলেই গেইল। ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরির করার পথে মেরেছেন তিনটে চার ও ১২টি ছয়। এতেই তিনি সর্বাধিক ছক্কার রেকর্ড ধারী শাহিদ আফ্রিদির (৪৭৬) ছক্কাকে টপকে গেছেন। সব ধরণের ক্রিকেট মিলে এখন গেইল ৪৮৮টি ছক্কার মালিক। 

শুধু গেলই নয়, ছক্কার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজও। ৫০ ওভারে আট উইকেটে ৩৬০ রান তোলার পথে ২৩টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে ক্রিকেটে যা কোনও দলের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার নজির। গেল করলেন ১২৯ বলে ১৩৫ রান।

গেইলের ঝড়ো সেঞ্চুরি ছাড়াও এদিন শাই হোপ ৬৪ এবং ড্যারেন ব্রাভো খেলেন ৪০ রানের ইনিংস। এতে নির্ধারিত ৫০ ওভঅর শেষে ওয়স্টে ইন্ডিজকে ৩৬০ রানের শক্ত পুজি এনে দেয়। 

জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারেই জয় তুলে নেয়। ইংল্যান্ডের ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন ওপেনার জেসন রয় ও জো রুট। জেসন রয় ৮৫ বল থেকে ১২৩ রান করেন আর রুট ৯৭ বল থেকে ১০২ রান করেন। এই দুই ব্যাটসম্যান ছাড়াও মরগান ৫১ বল থেকে ৬৫ এবং বেসায়স্ট্রো ৩৪ রান করেন। 

 

Bootstrap Image Preview