Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে আগুন : ৫০ জন ঢাকা মেডিকেলে, ২ জন মিটফোর্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৭ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৭ AM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট। আগুনে ছোট ছোট বিস্ফোরণ হচ্ছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে দগ্ধ ১০ জনসহ ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটির নিচে গোডাউন রয়েছে। কিন্তু সেটি প্লাস্টিক না কি কেমিক্যাল কারখানা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে একটি বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচে পাওডারের মার্কেট রয়েছে। এর উপরের ফ্ল্যাটগুলোতে ২০-২২টি পরিবার থাকতো। তাদের সবাইকে নিরাপদে নামানো হয়েছে কি না এখনো নিশ্চিত না।

ঢামেক পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ ১০ জনসহ ৫০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত সিদ্দিকুর রহমান বলেন, দুই জনকে আশঙ্কজনকজনক অবস্থায় এখানে ভর্তি করা হয়েছে। তারা হলেন আব্দুল মান্নান (৬০) ও হেলাল উদ্দিন (১৮)

Bootstrap Image Preview