Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:  
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ AM

bdmorning Image Preview


একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একুশ মানে আমাদের শিক্ষা দেয়, মাথা নত না করা। তাই একুশের চেতনা আমাদের ধারণ করতে হবে। তিনি নতুন প্রজন্মেকে ভাষা নিয়ে সর্তক থাকারও পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)।

অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। স্টলগুলোতে ভাষা আন্দোলনসহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে বরেণ্য লেখকদের লেখা বই স্থান পেয়েছে। তিন দিনব্যাপী মেলা শুক্রবার সন্ধ্যায় শেষ হবে।

Bootstrap Image Preview