Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানি মন্ত্রীর হুমকি, ভারতের কোনো মন্দিরে ঘণ্টা বাজবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলা নিয়ে পাকিস্তান-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি হামলার হুমকি, পাল্টা-হুমকি দিচ্ছেন দুই দেশের শীর্ষ নেতারা। এর মাঝেই বুধবার পাকিস্তানের এক মন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে। তখন পাখিরাও ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টাও বাজবে না।

রেডিও পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদের দেয়া হুমকির একটি ভিডিও টুইট করা হয়েছে। অনেকেই পাকিস্তানি ওই মন্ত্রীর সমালোচনা করেছেন। তারা বলছেন, অশান্তির এই আবহে সন্ত্রাসবাদীদের মতো কথা বলছেন পাকিস্তানের মন্ত্রী।

এর আগে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহতের ঘটনায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

দুই দেশের মাঝে চলমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তিনি হুমকির সুরে বলেন, ‘ভারত আক্রমণ চালালে পাকিস্তান পাল্টা প্রতিশোধ নেবে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। যুদ্ধ শুরু হলে এর নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না।’

ইমরান বলেন, আমরা সবাই জানি, একটি যুদ্ধ শুরু করা সহজ। এটা মানুষের হাতেই শুরু হয়। কিন্তু এর সমাপ্তি আমাদের হাতে থাকবে না। কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ ভালো জানে। সেজন্য আমি আশা করছি আরো ভালো উপলব্ধি হবে ভারতের। শুধুমাত্র আলোচনা এবং কথার মাধ্যমেই এই সঙ্কটের সমাধান সম্ভব।

Bootstrap Image Preview