Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

আবদুল্লাহ আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ  
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের নাচের অনুশীলনে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ই এর সামনে থেকে একটি মৌন মিছিল বের করে। এসময় তারা অভিযুক্ত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

জানা যায়, আগামী ১ মার্চ ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে গত ৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় একাডেমিক ভবনের ৪১৯ নম্বর কক্ষে নাচের অনুশীলন করছিলেন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এসময় অনুশীলন কক্ষে প্রবেশ করে তিনি মেয়েদের উদ্দেশ্য করে বলেন, রমণীরা আপনারা নাচেন আমি দেখি। আজ আপনাদের নাচের প্রতিটি মুদ্রায় একটা করে মুদ্রা উড়াবো আমি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন শুধুমাত্র এ ঘটনার সাথে জড়িত নয়। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ, যৌন হয়রানিসহ নানা অপকর্মে জড়িত।

এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানালেও সঠিক সমাধান পাওয়া যায়নি। তাই তারা বাধ্য হয়ে এ ধরণের কর্মসূচি গ্রহণ করেছে বলে জানায় তারা। মানববন্ধন কর্মসূচিতে প্রক্টর বাধা দেয় বলেও তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী মিলে সমাধান করতে পারতো। আর তা না হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো যেতো। এভাবে তারা আন্দোলনে বা মাঠে না নামলেও পারতো। তারা মানববন্ধনের বিষয়ে আমার কাছে কোন ধরনের অনুমতি নেইনি বলে তিনি উল্লেখ করেন।

 

 

Bootstrap Image Preview