Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামী ৫ বছরের মধ্যে মহাকাশে পর্যটক পাঠাবে রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


আগামী ৫ বছরের মধ্যে মহাকাশে পর্যটক নিয়ে যাবার পরিকল্পনা ঘোষণা করেছে রাশিয়া। দেশটির এনপিও এ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পর্যটকদের মহাকাশযান তৈরি করবে। এধরনের মহাকাশযান সাধারণ বিমান বন্দর থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। তবে মার্কিন মহাকাশ বেসরকারি প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাটিক ইতোমধ্যে এধরনের প্রকল্পের কাজ অনেকখানি এগিয়ে নিয়েছে।

এনপিও’র প্রধান নকশাবিদ আলেকজান্ডার বেগ্যাক বলেছেন, ২ থেকে ৩ লাখ ডলারের মধ্যে এধরনের মহাকাশ পর্যটনে ভ্রমণ করা যাবে।

এধরনের পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে বিশ্বে একাধিক মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। শুধুমাত্র বৈমানিক নিয়ে এধরনের একটি মহাকাশযান সেলেনা স্পেস ইয়ট নিয়ে খুব শীঘ্রই রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

মি. বেগ্যাক বলেন, আমাদের সুবিধা হচ্ছে যে কোনো বিমান ঘাঁটিতে এধরনের মহাকাশযান বিমানের মতই অবতরণ করতে পারবে। আমরা জানি মানুষ শূণ্য মহাকর্ষ এলাকায় ১০ মিনিটের বেশি থাকতে চাইবে না বা তার প্রয়োজনও পড়বে না। ঘন্টায় ২ হাজার ৬৮৫ মাইল বেগে রুশ মহাকাশযানে ভ্রমণের সুযোগ পাবেন ৬ জন পর্যটক। ভূপৃষ্ঠ থেকে ৭৫ হতে ৮৭ মাইল উঁচুতে ছুটে চলবে এ মহাকাশযানটি।

Bootstrap Image Preview