Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থীতা বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম টিটু, বখতিয়ার হোসেন রয়ন, মো. সাহাদ মিয়া ও সাইয়্যেদুল মুরাদ। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস বেগম ইকবাল ও মোহিনী বেগম।

এদের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর জালিয়াতি করায় চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলির মনোনয়ন বাতিল করা হয়। আর ঋণ খেলাপির দায়ে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবালের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও নোটারী পাবলিক না করায় মোহিনী বেগমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে বাকি ৪ জনের মনোনয়ন বাতিলের কারণ জানা যায়নি।

উল্লেখ্য, আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা বৈধ করতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

 

 

Bootstrap Image Preview