Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে র‌্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী সাময়িক বহিস্কার

ইবি প্রতিতিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং করার দায়ে সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চত করেছেন। এ ছাড়াও র‌্যাগিংয়ের বাস্তবিক তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বহিস্কৃতরা হলেন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোঃ মেহেদী হাসান, মোঃ মেহেদী হাসান রোমন, সুমাইয়া খাতুন, আহমেদ জুবাইর সিদ্দিকী ও মুহিদ হাসান।

জানা যায়, তিন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে র‌্যাগিং করার কারণে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সুপারিশ মোতাবেক পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এ দিকে র‌্যাগিংয়ের ঘটনার বাস্তবিক তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহব্বায়ক করে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, র‌্যাগিংয়ের ঘটনা স্বাভাবিক নয়। এটা অত্যান্ত খারাপ কাজ। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview