Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুশফিক ও তামিমের বাকযুদ্ধের ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে  ডানেডিনে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুশফিকুর রহিমের সাথে তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই  ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

কি হয়েছিলো? কিউইদের দেওয়া ৩৩১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে দুই রানে তিন উইকেট হারিয়ে বসে টাইগাররা। এরপর উইকেটে আসেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে এসে টানা ১১বল খেলে কোন রান করতে পারেন না তিনি। 
১২তম বলে এক চার মেরে রানের খাতা খোলেন কিন্তু বোল্টের পরের বাউন্স বলে আঙুলে ব্যথা পান তিনি। এরপর কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে, মাঠে ফিজিও গিয়ে সাময়িক চিকিৎসা করে আসেন।

 এরপর আর নিজের ইনিংসটি বড় করতে পারেননি মুশি। ১৭ রান করে বোল্টের বলে মুনরো হাতে ক্যাচ আউটহয়ে  সাজঘরে ফিরে এসে তামিমের সাথে কিছুটা রাগান্বিত অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে।তাঁর পর থেকেই সৃষ্টি হয় ধোঁয়াশার।

কিন্তু বিষয়টি তেমন কিছুই না বলে ম্যাচ শেষে  ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা,  'মুশফিকের আউটে হাতে ব্যথা করছিল ওইটাই দেখা যাচ্ছে। কারণ ওর আঙ্গুলের নখ ফেটে গিয়েছিল। ও এসে ওইটাই দেখাচ্ছিল যে অনেক ব্যথা করছে। ব্যাটিং করতে কষ্ট হচ্ছিল। আমার মনে হয় যে যেটাই বুঝচ্ছে ভুল বুঝচ্ছে, ও বোঝাতে চাচ্ছিল ওর হাতে ব্যথা।'

Bootstrap Image Preview