Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


একুশে ফেব্রুয়ারি এলেই ভাষা শহীদদের জন্য নির্মিত শহীদ মিনারের ধোয়া মোছার কাজ শুরু হয়। এছাড়া বছরের বাকিটা সময় চরম অবহেলিতভাবেই পড়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নির্মিত শহীদ মিনারগুলো। কিন্তু  ফরিদপুরের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। 

খোঁজ নিয়ে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে সেগুলোও ফেব্রুয়ারি মাস বাদে বছরের বাকি দিনগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। একুশে ফেব্রুয়ারির পর শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় কেউ নজর দেয় না। কোন শহীদ মিনারেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। ফরিদপুর জেলার ৯টি উপজেলার কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই তথ্য নেই জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

এ জেলায় মাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে ৩৬১টি। এর মধ্যে দু'একটি মাদ্রাসা বাদে কোন মাদ্রাসাতেই শহীদ মিনার নেই। আর মাধ্যমিক বিদ্যালয়গুলোর বেশির ভাগেরই শহীদ মিনার নেই। জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯০০ টি। এরমধ্যে ষাট ভাগ প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারি এলেই এসব প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ীভাবে বানানো হয় শহীদ মিনার। সেখানেই শ্রদ্ধা নিবেদন করা হয়।

তাছাড়া যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তাদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বলে জানিয়েছেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা। 

ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল জানান, জেলার যেসব স্কুলে শহীদ মিনার নেই সেসব স্কুলে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দে জানান, স্কুলগুলোতে শহীদ মিনার তৈরির জন্য সরকারিভাবে কোন বরাদ্দ নেই। তবে, স্থানীয় অনেকেই নিজ উদ্যোগে কিংবা সকলে মিলে শহীদ মিনার তৈরি করে দিচ্ছে। প্রতিটি প্রাইমারী স্কুলে যাতে শহীদ মিনার হয় সে ব্যাপারে স্কুলের সাথে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হচ্ছে। 

দেখা গেছে, ফরিদপুরের যেসব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার রয়েছে সেগুলোর অধিকাংশই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হলেও দেখার কেউ নেই। মহান ভাষা আন্দোলনের ৬৮ বছর পার হলেও বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন অনেকেই।

শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও শহীদ মিনার নেই। জেলার অধিকাংশ কিন্ডারগার্ডেন স্কুলগুলোতে শহীদ মিনার নেই এবং শহীদ দিবস বা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় না।
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সরকারি প্রজ্ঞাপণ জারীর কথা জানিয়েছেন সচেতন মহল।  

Bootstrap Image Preview