Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে স্বামী-স্ত্রীর ছুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আহত

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর একে অপরের ছুরিকাঘাতে সাহানাজ পারভিন (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। একইসাথে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী সাজু মিয়া (২২)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পৌর শহরের কৃষ্ণপুর গ্রামে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত সাহানাজ পারভিন (১৮) পার্বতীপুর উপজেলার বৈগামের সাহিদুল সরদারের মেয়ে। গুরুতর আহত স্বামী সাজু মিয়া (২২) কৃষ্ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

এই ঘটনায় নিহত গৃহবধূ সাহানাজ পারভিনের পিতা সাহিদুল সরদার বাদি হয়ে ওইদিন রাতে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

গ্রামবাসী ও ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী সাজু মিয়া ও স্ত্রী সাহানাজ পারভিনের মধ্যে ছুরিকাঘাতে ঘটনা ঘটে। একে-অপরের ছুরিকাঘাতে স্বামী সাজু মিয়া ও স্ত্রী সাহানাজ পারভিন উভয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম সাহানাজ পারভিনকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূ সাহানাজ পারভিনের মৃত্যুর খবর শুনে স্বামী সাজু মিয়ার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সাহানাজ পারভিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং গুরুতর আহত সাজু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

Bootstrap Image Preview