Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৪ দফা দাবিতে হরিপুরে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বরমপুরে বিজিবি’র গুলিতে ৩ গ্রামবাসি নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে হরিপুর মোসলিউদ্দীন সরকারী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। 

আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়টির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ৪ দফা দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা। 

দাবিগুলো হল, বিজিবি’র দোষী সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্থদের মামলা আজকের মধ্যে রেকর্ড করে আইনি পদক্ষেপ নিতে হবে, দ্রুত দোষী বিজিবি সদস্যদের চাকরি থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত, আহত ও গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির দ্বায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে গুলিবিদ্ধ আহত ও নিহতদের পরিবারকে যথাপযোক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, মোছাঃ লাকি আক্তার, মোঃ নাসিম আহম্মেদ, মোঃ দেলয়ার হোসেনসহ অনেকে। 

Bootstrap Image Preview