Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে খাল খনন প্রকল্পের উদ্বোধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় পেঁচিবাড়ি থেকে ফড়িংহাটা পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পেঁচিবাড়ি পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উক্ত পুন:খনন প্রকল্পের উদ্বোধন করেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে খাল পুন:খনন প্রকল্পটির বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তাজওয়্যার সিস্টেম লিমিটেড। 

উক্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ আহমেদ, বগুড়া শাখা কর্মকর্তা রফিকুল হক, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সভাপতি রানা আকন্দ, ইউপি সদস্য বেদার হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল তালেবুল হাসান সাবু, আলহাজ্ব আমির হোসেন, শিশির মোস্তাফিজ, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা, ত্রান বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলম, জাকারিয়া, ফারাইজুল, ছাত্রলীগ নেতা সম্রাট ও আল ইমরান প্রমুখ।


 

Bootstrap Image Preview