Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নদী দখল মুক্ত রিটকে কবিতা বলে আখ্যায়িত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সিনিয়র আইনজীবী মনজুর মোরশেদের রিটকে কবিতা বলে আখ্যায়িত করেছেন আমিন মোমেন হাউজিং এর আইনজীবী সুমন কুমার রায়।

গতকাল মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আমিন মোমেন হাউজিং স্থাপনা উচ্ছেদে অভিযান হঠাৎ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকালে উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হলে আমিন মোমেন হাউজিং এর আইনজীবী সুমন কুমার রায় এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরাও চাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ হোক। তবে বৈধ কোন স্থাপনা উচ্ছেদ হোক সেটা চাই না। আমিন মোমেন হাউজিং এর ভবন বৈধ। সেখানে জোর করে ভবন ভাঙা হচ্ছে।

বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠার কারণেই আমিন মোমেন হাউজিং ভবন ভাঙা হচ্ছে। ভবন ভাঙার ক্ষেত্রে আদালতের অনুমতি আছে। অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ হবে। উচ্ছেদ কাজে ব্যবহৃত উপকরণে ঘাততি থাকায় উচ্ছেদ অভিযান ধীর গতিতে এগোচ্ছে। নতুন করে বাজেট দেয়া হয়েছে। বাজেট চলে আসলে উপকরণ সংগ্রহ করে কাজের গতি বাড়ানো হবে। আর এর মাধ্যমে নদী দখল মুক্ত করা হবে।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি হওয়ায় উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। তবে আজ বিকাল পর্যন্ত কাজ চলতে থাকবে। 

আজ সরজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যা অন্য সময়ের উচ্ছেদ অভিযানের চেয়ে বেশি। ইতোমধ্যে বুড়িগঙ্গা নদী দখল করে অবৈধভাবে গড়ে উঠা আমিন মোমেন হাউজিং এর একটা অংশ ভেঙে ফেলা হয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক জানান, আমিন মোমেন হাউজিং কর্তৃক দখলকৃত জায়গা উদ্ধার করা হবে। আর এর পাশাপাশি বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল ফিরে পাবে। যে কোন বাঁধা মোকাবেলা করার জন্য ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview