Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই’ আলোচনা সভা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ‘রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (বিশ্ব শিক্ষা অধিকার আন্দোলন)।

আগামীকাল শনিবার, ১১ ফাল্গুন ১৪২৫ (২৩ ফেব্রুয়ারি-২০১৯) সকাল ১০ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (কনফারেন্স লাউঞ্জ), ২২/১ তোপখানা রোড, ঢাকায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মরমিকবি, রাষ্ট্রসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসৈনিক ইঞ্জিনিয়ার সাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পরমাণু বিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ড. জসীম উদ্দীন আহমদ, একুশে পদকপ্রাপ্ত ও মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসৈনিক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রখ্যাত আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত, ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব।

মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ বলেন, ১৯৪৭ থেকে ১৯৫৬ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সৃষ্টি। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনো রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি। এতে করে এ জাতি শিক্ষা ও কর্মসংস্থানে পিছিয়ে আছে।

তিনি আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমের অংশগ্রহণের আহ্বান জানান।

Bootstrap Image Preview