Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী বিউটি আক্তারকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।

জানা যায়,  ২০১৭ সালের ১১ জুলাই পারিবারিক কলহের জেরে বানিয়াজুরা গ্রামের নিজ বাড়িতে ধারালো কুড়াল দিয়ে স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে স্বামী রাসেল মিয়া। পরে বিউটির বাবা দুলাল মিয়া বাদী হয়ে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ২০১৭ সালের ৬ অক্টোবর বিউটির স্বামীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

এলাকাবাসী বলেন, রাসেল মিয়া এবং বিউটি আক্তারের মাঝে প্রায়ই ঝগড়া হত।

প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া মৃত যুবেদ আলীর ছেলে। ৬ বছর পূর্বে জাবেদ আলীর ছেলে রাসেল মিয়ার সাথে কাশিপুর গ্রামের দুলাল মিয়ার কন্যা বিউটি আকতারের বিয়ে হয়। 

Bootstrap Image Preview