Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৮ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


“সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, মানবতার শক্তিতে উজ্জ্বীবিত হও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৯। আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনটি চলবে ৩ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা শাহ আজম শান্তনু এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও ২৫ জন বিচারক অংশ গ্রহণ করবেন। এছাড় সম্মেলনে অংশগ্রহণকারীদের নিয়ে ৮টি কমিটি গঠন করা হবে।

কমিটিগুলো হলো-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থা।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের ৮টি স্থানে কমিটি সেশন পরিচালিত হবে। অংশগ্রহণকারীরা বিতর্ক, সমালোচনা ও আলোচনার মাধ্যমে খসড়া প্রস্তাবনা প্রস্তুত করে আগামী ৩ মার্চ সম্মেলনটির সমাপনী পর্বে উপস্থাপন করবেন। এছাড়া আগামী ২ মার্চ টিএসসিসিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ প্রমুখ।

Bootstrap Image Preview