Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপরাজেয় বাংলার সামনে খসরুকে শেষ শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহম্মদ খসরু। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে নিয়ে আসা হয় মুহম্মদ খসরুর মরদেহ। তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের নবীব-প্রবীন চলচ্চিত্র কর্মীসহ সর্বস্তরের মানুষ।

এ সময় মুহম্মদ খসরুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ফিল্ম সোসাইটি, শর্টফিল্ম ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদসহ দেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন।

এছাড়া ব্যক্তিগত পর্যায়ে মুহম্মদ খসরুকে বিদায় জানাতে আসেন সুলতানা কামাল, মুফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহম্মদ সামাদ, নির্মাতা মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, আহমেদ মুজতবা জামাল, মানজারেহাসিন মোরাদ, অঞ্জন জাহিদুর রহিম, আকরাম খানসহ দেশের তরুণ নির্মাতারা।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যাজমার সমস্যায় ভুগছিলেন মুহম্মদ খসরু। গেল মাসে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউ’তে ভর্তি করেন। তবে শেষ রক্ষা হলো না।

Bootstrap Image Preview