Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে ভারতীয় মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) তাকে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠিয়েছে। এর আগে সোমবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে বিজিবির টহল দল তার নীজ বসতবাড়ি থেকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আটক মাদক ব্যসায়ী উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের মৃত  আবদুল হান্নানের ছেলে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামঞ্জ হেডকোয়ার্টার সূত্র জানায়, তাহিরপুর উপজেলার বিজিবির লাউড়েগড় বিওপির টহল দল রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পারভেজকে তার বসতবাড়ি থেকে আটক করে। এরপর বতসঘরে তল্লাশিকালে তার হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, বিজিবির লাউড়েরগড় বিওপির জেসিও নায়েব সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে রবিবার রাতে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview