Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বদরখালী ইকরা একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন 

রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার বদরখালী ইকরা একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। 

দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি সারাদিন ইকরা একাডেমীর সকল ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বিভিন্ন আইটেমের   খেলাধুলার মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করে।

পরে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে কুরআন তেলাওয়াত, গজল, নাতের রসুল, কবিতা আবৃতি, গান ও কৌতুক প্রতিযোগিতার মাধ্যমে বিকাল ৫ টা পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশরের সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বদরখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আলতাফ হোসেন (ক্রীড়া) ও অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম (সাংস্কৃতিক)। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে চকরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু জাফর, বদরখালীর বিশিষ্ট ব্যবসায়ি ও ইকরা একাডেমী পরিচালনা পরিষদের সদস্য আমিনুল হক, বদরখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আ.ন.ম.আনিসুল হক, বদরখালী হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা.এনামুল হক, বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন কিশোর, বদরখালী ইকরা একাডেমীর প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ আরফাত উদ্দিন, বদরখালী ট্রেডিং'র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব দিদারুল ইসলাম, বদরখালীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শুয়াইব, বদরখালীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম এবং বদরখালীর বিশিষ্ট ব্যবসায়ি  রবিউল হোছাইন রুবেল প্রমুখ। 
 

Bootstrap Image Preview