Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে আফজল হকের মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগ সভাপতি  আফজল হক।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় তার সাথে নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নিজ অবস্থান থেকে শ্রীমঙ্গল উপজেলাবাসীর খেদমত করার চেষ্টা করেছি।  কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টার কমতি ছিল না। আশা করি আগামী সময়েও সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ পাব।

জানা যায়, আফজল হক শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের বীর মুক্তিযুদ্ধা মরহুম মোহাম্মদ রইছ মিয়া ওরফে ময়না মিয়ার সন্তান। মুক্তিযুদ্ধা রইছ মিয়া পাকিস্তান শাসন আমলে ইউপি সদস্য হয়ে জনসেবায় লিপ্ত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের প্রথম ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।পিতার স্বপ্ন পূরণে ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করে বিপুল ভোটে জয় লাভ করে। ছাত্র জীবন থেকেই ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসা আফজল হক আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সফলতার সাথে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ মনোনোয়ন পত্র জমা দিয়েছেন। 

এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম।

ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পরিমল দাশ, এম এ রহিম নোমানী, হাসানুল হক দুলাল, মো. লিটন আহমেদ। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, মোছাঃ শিরিনা আক্তার, হাজেরা খাতুন ও পারভীন চৌধুরী।

এই উপজেলায় ৮০টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৫১৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২১৪জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৩০১ জন।

Bootstrap Image Preview