Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মৃদু কম্পনে কেঁপে উঠলো দিল্লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৪ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের উত্তর প্রদেশ দিল্লিতে রিখটার স্কেলে ৪ মাত্রার মৃদু ভুমিকম্পন অনুভূত হয়েছে।

আজ বুধবার সকাল ৮টা ২৯ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লিসহ বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভব হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তাজিকিস্তানের কফারনিহনে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। তবে তাজিকিস্তানই এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে মৃদু কম্পন অনুভূত হলেও রাজধানীসহ উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ।

সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অভিজ্ঞতা ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করেছেন অনেকেই। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Bootstrap Image Preview