Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইন কর্মকর্তাদের জন্য বেতন কাঠামো করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, চলতি অর্থ বছর থেকেই অধস্তন আদালতে কর্মরত সরকারি আইন কর্মকর্তাদের (পিপি,জিপি) জন্য নতুন বেতন কাঠামো করা হবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ৩৫ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক  থাকলে এটি কেউ ব্যাহত করতে পারবে না।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো বিচার কাজ শুরুর পর অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার প্রদান করা। এ লক্ষ্য বাস্তবায়নে   অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগ, আদালত সংখ্যা বৃদ্ধি, বিচারকদের দেশে ও বিদেশে প্রশিক্ষণসহ  বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই হাজার দুইশো কোটি টাকা ব্যয়ে ই-জুডিসিয়ারি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে  স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, আইন সচিব আবু সালেহ শেখ মো জহিরুল হক, জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের  প্রমুখ বক্তৃতা রাখেন।

Bootstrap Image Preview