Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিপক্ষের মাঠ থেকে খালি হাতে ফিরল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৯ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে রুখে দিল লিওঁ৷ মঙ্গলবার রাতে ইউরোপ সেরা আসরে শেষ ষোলোর প্রথম লেগে বার্সা-লিওঁ ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে৷ শেষ ষোলোর ফিরতি লেগ ন্যু ক্যাম্পে ১৩ মার্চ৷ 

প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে মেসি ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বার্সেলোনা। কিন্তু দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন মেসি৷ আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে হোসেমের শট ঝাঁপিয়ে আটকে দেন বার্সা গোলরক্ষক। ৯ মিনিটে ফের দলকে বাঁচান বার্সেলোনা গোলকিপার। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার তেয়ায়ির জোরালো শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন স্টেগেন৷ তাঁর গ্লাভস ছুঁয়ে বল ক্রসবারে লেগে ফিরে যায়।

দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পালটা আক্রমণে যায় লিওঁ। তবে বার্সেলোনার তেকাঠির নিচে দেওয়াল হয়েছিলেন টের স্টেগেন। বার্সার ফরোয়ার্ডরাও একগাদা সুযোগ নষ্ট করে৷ বার্সেলোনার হতাশা বাড়ে ৬২ মিনিটে সুয়ারেজের শট লিওঁ গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরায়।

ম্যাচের শেষদিকে একাধিকবার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৭০ মিনিটে সুয়ারেজের আরেকটি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮৫ মিনিটে মেসির কাট-ব্যাকে বুসকেতসের শটও ঠিকানা খুঁজে না-পাওয়ায় গোলশূন্য ভাবে শেষ হয় লিওঁ-বার্সা লড়াই।

এদিন ২৫টি শর্টেও গোলের মুখ খুলতে পারেননি মেসি-সুয়ারেজরা৷ চলতি মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা। টানা তিনটি ড্রয়ের পর গত শনিবার লা-লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জিতেছিল কাতালান ক্লাবটি। 

এদিকে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলের অন্য ম্যাচে লিভারপুল ও বায়ার্ন মিউনিখও ম্যাচও গোল শূন্য ড্র হয়েছে।ফিরতি লেগে আগামী ১৩ মার্চ বায়ার্নের মাঠে পরীক্ষা দেবে সালাহদের লিভারপুল।

Bootstrap Image Preview