Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯৩ রান দিয়ে মুস্তাফিজের লজ্জার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২২ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


ডানেডিনে নিউজিল্যান্ডের বিচপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৩৩১ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।  এই ম্যাচে ১০ ওভার বল করে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এতে একটি লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর হয়ে মুস্তাফিজই এখন এক ইনিংসে সবথেকে বেশি রান খরচ করা বোলার। এর আগে ২০১০ সালে নেপিয়ারে নাজমুল হোসেন ৯ ওভারে দিয়েছিলেন ৭৮ রান।

অবশ্য এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের তালিকায় মুস্তাফিজ এখন তৃতীয় স্থানে রয়েছেন।  এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন শফিউল ইসলাম। ২০১০ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন শফিউল। একই বছরের জুনে ডাম্বুলাতে পাকিস্তানের বিপক্ষে শফিউল ১০ ওভারে খরচ করেন ৯৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য অস্ট্রেলিয়ান বোলার মিক লুইসের দখলে। ২০০৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে সর্বোচ্চ ১১৩ রান দিয়েছিলেন! 

Bootstrap Image Preview