Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় প্রতারণাকালে ১২’শ ভারতীয় রূপীসহ আন্তঃজেলা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর জেলার শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মনজুর রহমানকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের ইনতাজ সরদারের পুত্র রহমত সরদার (৪২) ১২’শ ভারতীয় রূপী ভাঙানোর জন্য দেয়। এসময় তার কাছে আরো ৩ লাখ ভারতীয় রূপী আছে বলে জানিয়ে ১২’শ আসল ভারতীয় রূপী দেয়ার পর কোন ঝামেলা ছাড়াই মনজুর সেগুলো ভাঙায়।

এভাবে বিশ্বাস স্থাপন করে রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে প্রতারক রহমত সরদারসহ একদল প্রতারক মনজুর রহমানকে ৩ লাখ ভারতীয় রূপী দেয়ার কথা বলে পাটকেলঘাটা থানার খলিষখালী উত্তরপাড়া বাজার মসজিদ সংলগ্ন রাস্তায় আসতে বলে। আসার সময় রহমত আলী শার্শা থানার দূর্গাপুর গ্রামের রওনক আলীর পুত্র মহিদুল হাসানকে সাথে নিয়ে ওই স্থানে আসে।

সেখানে আসার পর প্রতারক চক্র মনজুর ও মহিদুলের নিকট থেকে নগদ ৫০ হাজার টাকা নেয়ার পর একটি সুপারি ভর্তি প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ২২টি সাদা লম্বা প্যাড, ৬টি ২’শ টাকা মূল্যমানের ভারতীয় নোট দ্বারা মুড়ে গোপনে হস্তান্তর করে। ততক্ষণে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় মনজুর ও মহিদুল ব্যাগ খুলে কাগজের উপরে ভারতীয় ৬টি ২’শ টাকার নোট দ্বারা মুড়িয়ে বাঁধা দেখতে পেয়ে প্রতারকচক্রের সদস্য রহমতকে জাপটে ধরে।

খবর পেয়ে তাৎক্ষণিক পাটকেলঘাটা থানার পুলিশ প্রতারককে কাগজের টাকার বান্ডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর রহমত সরদারের স্বীকারোক্তি মোতাবেক ওসি (তদন্ত) বিপ্লব কান্তি মন্ডলের নেতৃত্বে প্রতারকদের গ্রেফতারের জন্য বিকেল হতে রাতব্যাপী আশাশুনি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য আশাশুনি থানার আইতলা গ্রামের নিজামউদ্দীনের পুত্র মোজাম্মেল হক ওরফে ডাক্তার (৩৬), একই গ্রামের মৃত দিদার গাজীর পুত্র মাওলা গাজী (৫২), সাইদ গাজীর পুত্র রনি হাসান বাবু (২৮), মৃত শুকুর আলীর পুত্র নজরুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পরদিন পাটকেলঘাটা থানার এসআই জয়বালা বাদী হয়ে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারা মোতাবেক গ্রেফতারকৃত ৫ জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Bootstrap Image Preview