Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসনাত খালিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ ছাত্রলীগ ও পৌর যুবলীগ ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি একটি পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ধূলাসার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সবুজ, পৌর যুবলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাঈদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, পৌর যুবলীগের সভাপতি জাকি হোসেন জুকু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু ও মো. আল-আমিন হাওলাদার, শামিম খান, জহিরুল ইসলাম, অমল দাস, রতন দাস প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমানকে ঢাকার পথে বিদায় জানিয়ে ফেরার পথে পটুয়াখালীর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বসে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের নির্দেশে তার বাহিনী ছাত্রলীগ নেতা খালিদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে খালিদ গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ছাড়া হামলায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, যুগ্ম সধারণ সম্পাদক নাহিদ, তেজগাও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য রাকিবুল ইসলাম রকি আহত হয়।

Bootstrap Image Preview