Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৪ দিন পর বাজারে আসছে বিশ্বের প্রথম ৫জি স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২জি, ৩জি, ৩.৫জি, ৪জি- স্মার্টফোনের একের পর এক নিত্যনতুন ভার্সন বাজারে আসছে। একটা ভার্সন কোন কোম্পানি বাজারে আনলেই অন্য কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়ছে ওই ভার্সন তৈরিতে। এবার শীঘ্রই বাজারে আসছে এলজি-র পরবর্তী ফ্ল্যাগশিপ ভি৫০থিনকিউ (V50 ThinQ)। এই ফোনে থাকবে ৫জি ইন্টারনেট। মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে এই ফোন নিয়ে আসছে কোরিয়ান কম্পানি এলজি। এটাই বিশ্বের প্রথম ৫জি বাণিজ্যিক স্মার্টফোন হতে চলেছে।

সম্প্রতি ফোনটির ফিচারগুলো সামনে এসেছে। এই ফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এই চিপসেটে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোনটি।

এলজি ভি৫০ থিনকিউ (LG V50 ThinQ)-তে যা থাকছে:

ফোনটিতে থাকছে একটি ৬.৪ ইঞ্চি POLED ডিসপ্লে। এটি একটি কোয়াড এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৪৫৫ চিপসেট, ৬জিবি র‌্যাম আর ১২৮জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে মোট পাঁচটি ক্যামেরা থাকছে। ফোনের পেছনে তিনটি ও সামনে দুটি ক্যামেরা ব্যবহার হয়েছে। পেছনে প্রাইমারি ক্যামেরার সাথেই থাকছে একটি টেলিফটো ক্যামেরা আর আর একটি ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরায় থাকছে একটি ওয়াইড লেন্স।

ফোনটির ভেতরে একটি ৩৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট। ফোনটিতে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম।

ইউনিবডি ডিজাইনে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের পিছনে ক্যামেরার নীচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অর্থাৎ এই বছর বাজারে আসা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো LG V50 ThinQ ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।

সেলফি ক্যামেরায় একটি ওয়াইড লেন্স আর একটি RGB সেন্সর থাকছে। থাকছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Bootstrap Image Preview