Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুলিশের চাপে সেই ‘অশ্লীল’ গান সরিয়ে নিলেন সালমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৬ PM

bdmorning Image Preview


ইউটিউব কন্টেন্ট বানিয়ে অল্প সময়ের মধ্যে দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে উন্মুক্ত করেন ৯ ফেব্রুয়ারি। এরপর থেকেই গানটি নিয়ে প্রচুর সমালোচনার জন্ম হয়। এজন্য নিজের ভক্ত ও সমালোচকদের ‘তীর্যক’ মন্তব্য শুনেছেন তিনি। এখন আর সেই ভিডিও নেই সালমানের ইউটিউব চ্যানেলে। শেষ পর্যন্ত পুলিশের চাপে সেই গান সরিয়ে নিলেন আলোচিত এই ইউটিউব তারকা।

চলতি মাসের ৬ তারিখ সালমান দ্য ব্রাউন ফিস নামের চ্যানেলে অভদ্র প্রেমের টিজার আপলোড করেন সালমান। ফেব্রুয়ারির ৯ তারিখ ওই ভিডিও আপলোডের আগে ‘ফার্স্ট লুক’ও আপলোড করেন তিনি। ওইদিনই রাত ১১টা ৫৯ মিনিটে ইউটিউবে আসে অভদ্র প্রেম। এরপর থেকে ‘ঝড়ের গতিতে’ কমতে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। তখন ১৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকলেও মাত্র সপ্তাহের ব্যবধানেই তা নেমে এসেছে ১১ লাখের নীচে।

তবে এখন আর ওই তিনটি ভিডিও’র একটিও খুঁজে পাওয়া যাচ্ছে না তার চ্যানেলে। ইউটিউবে অভদ্র প্রেম লিখে সার্চ দিলে সালমানের চ্যানেলের অভদ্র প্রেমের থাম্বনেল দেখালেও সেটাতে ক্লিক করলেই ভিডিওটি নেই বলে জানাচ্ছে ইউটিউব। এছাড়া তার চ্যানেলে সরাসরি ঢুকলে দেখা যাচ্ছে না ওই তিনটি ভিডিওর একটিও। সালমান ওই ভিডিওগুলো চ্যানেল থেকে সরিয়ে ফেলেছেন নাকি কোনো কারণে প্রাইভেট করে রেখেছেন সেই বিষয়ে তার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে অশ্লীল সেই গানের খবর পৌঁছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা জব্বারের কাছেও। গতকাল মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এরপর এ বিষয়ে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।’

উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি লাইভে এসে ক্ষমাও চেয়েছেন।

Bootstrap Image Preview