Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: নাটোরে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন তিন প্রার্থী

মোঃ আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলায় আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছেন চেয়ারম্যানসহ দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী।

এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মোস্তারুল ইসলাম আলম এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মনোনয়পত্র জমা দিয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন না দেয়ায় আওয়ামী লীগের ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন জন মনোনয়নপত্র দাখিল করেন।

স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল দলীয়ভাবে ওই তিনটি পদের প্রতিদ্বন্দী সকল প্রার্থীকে নিয়ে বসে সমঝোতার ভিত্তিতে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন স্বেচ্ছায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।

এতে করে প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল্ সাকিব বাকী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট হানিফ আলী শেখের স্ত্রী শেখ কামরুন নাহার কাজল মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন।

Bootstrap Image Preview