Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীসহ সাবেক উপসচিবের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিলরুবা খানম এবং তার স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলাম বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) দুদক এ মামলার অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে প্রায় ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০১৬ সালের এপ্রিল মাসে দিলরুবা খানমের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় এ মামলা করেন। দুদক জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে ২০১৪ সালে দুদক দিলরুবা খানম ও তাঁর স্বামীকে সম্পদ বিবরণী দাখিলের একটি নোটিশ দেয়। সম্পদ বিবরণী দাখিলের পর দেখা গেছে, স্বামীর নামে তেমন কোনো সম্পদ নেই। কিন্তু স্ত্রীর নামে চট্টগ্রাম নগরে একটি পাঁচতলা ভবন আছে। তিনি ওই ভবন অর্জনের কোনো বৈধ ও যুক্তিযুক্ত উৎস দেখাতে সক্ষম হননি।

মামলার তদন্ত করেন উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। তদন্ত শেষে দিলরুবা খানমের স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলামকেও আসামি করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দিলরুবা খানম নিজ নামে আয়কর নথি অনুযায়ী দুদকে ৪৮ লাখ ৮ হাজার ৬৬৫ টাকার স্থাবর এবং ৫ লাখ ৭৭ হাজার ৮৪০ টাকার অস্থাবর সম্পদের বিবরণী জমা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাই ও মামলা তদন্তের সময় মোট ৮২ লাখ ২৩ হাজার ৭৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সে হিসাবে তিনি ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে আশে। আয়কর নথিতে তিনি পারিবারিক ব্যয় দেখিয়েছেন ৮ লাখ ৬৩ হাজার ৭৪৫ টাকা। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদ ৯০ লাখ ৮৬ হাজার ৮১৮ টাকা। উল্লেখ্য যে, দিলরুবা খানম একজন গৃহিণী। এই সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য কোনো আয়ের উৎস পাওয়া যায়নি।

দুদকের তদন্ত কর্মকর্তা ধারণা করছেন, তিনি তাঁর স্বামীর অবৈধ আয়ের উৎস নিয়ে নিজ নামে ওই সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে দিলরুবার স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলাম চাকরিকালীন অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নিজের নামে সম্পদ অর্জন না করে নিজের অপরাধের দায়কে ধামাচাপা দিতে অসৎ উদ্দেশ্য কাজে লাগিয়ে স্ত্রী দিলরুবা খানমের নামে সম্পদ অর্জন করেছেন। দিলরুবা খানমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এই অবৈধ সম্পদ অর্জনে স্ত্রীকে সহযোগিতা করার অভিযোগে আবু মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।

Bootstrap Image Preview