Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিআইডব্লিউটিএর উচ্ছেদে বাধা দেওয়া সেই ছাত্রলীগ নেতা ‘বিশেষ সুপারিশে’ মুক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৪ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে আটক হওয়া ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তালুকদার লাভলুকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি।

মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর এলাকার আজিজ তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বছিলায় আমিন-মমিন হাউজিংয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। এ সময় কালকিনি পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে বাধা দিলে বিআইডব্লিউটিএ তাকে আটক করে।

এ ব্যাপারে কালকিনি পৌরসভা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান বলেন, সে (লাভলু) কী কারণে আটক হয়েছে বলতে পারব না।

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকার সদরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ কাজে বাধা সৃষ্টি করায় আসাদুজ্জামান তালুকদার লাভলুকে মোহাম্মদপুর থানা পুলিশ আটক করে। পরে বিকালে তাকে বিশেষ সুপারিশে ছেড়ে দেয়া হয়।

Bootstrap Image Preview