Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শহীদ মিনারে বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে প্রস্তুতির কাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় শহীদ মিনারে পুরোদমে চলছে প্রস্তুতির কাজ। জোরদার করা হয়েছে শহীদ মিনারসহ আশপাশের নিরাপত্তা।

মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার এলাকায় ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়।

এসময় শহীদ মিনারের মূল বেদিতে একদল তরুণ-তরুণীদের আর্ট করতে দেখা যায়। পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরা ও মাইক স্থাপন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এছাড়াও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। স্থাপন করা হয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। এ সময় পুলিশের ব্যাপক সংখ্যক সদস্যের অবস্থান লক্ষ্য করা গেছে।

দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বিডিমর্নিং-কে জানান, ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এখন থেকেই আমরা নিরাপত্তায় সজাগ হয়েছি। আমাদের পাশাপাশি বিভিন্নভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।

এদিকে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনার গৃহীত নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

প্রসঙ্গত, প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আ  সাধারণ মানুষের নিরাপত্তা এবং যেকোন ধরণের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকণ্ড রোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে।

Bootstrap Image Preview