Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০ অসহায় তরুণ-তরুণীর বিয়ে দিলেন এমপি মনোরঞ্জন শীল

বীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪০ জন অসহায় তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বটতলী ফয়জিয়া মদিনাতুল উলম মাসরাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর তত্ত্বাবধানে তাদের বিয়ে দেওয়া হয়।

এই বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এক সাথে ৪০ জন তরুণ-তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে সকাল থেকে সেখানে গ্রামের সাধারণ মানুষরা ভিড় জমায়।

আয়োজকরা জানান, দেশের গরীব অসহায় পরিবারের যারা ছেলে-মেয়েদের বিয়ের খরচ করতে পারবে না, তাদের জন্যই এ যৌতুকবিহীন বিয়ের উদ্দ্যেগ নেওয়া হয়। আর এসব নতুন দম্পতির দেখাশুনা করবেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী।

কেবল বিয়ের আয়োজন নয়, অতিথিদের কথামালা শোনার ব্যবস্থার পাশাপাশি বর-কনেকে দেয়া হয়েছে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, পাতিলসহ আরও প্রয়োজনীয় আসবাবপত্র নতুন দম্পতিদের হাতে তুলে দেন এমপি গোপাল।

Bootstrap Image Preview